Top News

"সেঞ্চুরিয়ান" ইমনের শুরুর লাইনআপ থেকে বাদ পড়ার ব্যাখ্যা

 

"সেঞ্চুরিয়ান" ইমনের শুরুর লাইনআপ থেকে বাদ পড়ার ব্যাখ্যা

আরব আমিরাতের বিপক্ষে ব্যাট করছেন পারভেজ হোসেন ইমন

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন। তবে রেকর্ডগড়া সে সেঞ্চুরির পরের ম্যাচেই একাদশে জায়গা হলো না তার। 

বিসিবি জানিয়েছে, প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় কুঁচকির চোটে পড়েছেন ইমন। ফিটনেস টেস্টে তিনি পাস করলেও ঝুঁকি এড়াতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।  

সোমবার (১৯ মে) তার ফিটনেস টেস্ট নেওয়া হয়। সেখানে তিনি ম্যাচ খেলার জন্য ফিট হিসেবে ছাড়পত্র পান। তবে টিম ম্যানেজমেন্ট সবকিছু বিচার করে তাকে পুরোপুরি ফিট হতে সময় দেওয়ার সিদ্ধান্ত নেয়। যার কারণে শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচের একাদশে রাখা হয়নি তাকে।

এদিকে ইমন ছাড়াও আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিন পরিবর্তন আনা হয়েছে। টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শেখ মেহেদীকে বসিয়ে লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে একাদশে রাখা হয়েছে।

এছাড়া প্রথম ম্যাচ খেলে আইপিএলের জন্য ভারতে যাওয়া মোস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। আর হাসান মাহমুদকে বিশ্রাম দিয়ে গতিময় পেসার নাহিদ রানাকে একাদশে সুযোগ করে দেওয়া হয়েছে।  

Post a Comment

Previous Post Next Post