Top News

একটি হারানো বিজ্ঞপ্তি

 

ইয়ামিন হাছান শুভ।পিতা আলী আশ্রাফ। 

 বাড়ি হেসাখাল পদুয়াড় পাড়া, থানা নাঈলকোট,কুমিল্লা। 


সে কুমিল্লা ইবনে তামিয়া ইস্কু এন্ড কলেজে শাপলা বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী। কুমিল্লা হোস্টেলে থেকে পড়ালেখা করে সে কুমিল্লার উদ্দেশ্য বাড়ি থেকে ১৪ জুন বিকাল ৫ টার সময় বের হয়ে যায়। কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছেনা। যদি কোনো হৃদয় বান বেক্তি তার কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন।  

মোবাইল নাম্বার 01877101107

Post a Comment

Previous Post Next Post